বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২৪

গৃহবধূকে হাত-পা বেঁধে পানিতে নিক্ষেপ, আটক ২

ছবি: প্রতীকী

নাটোরের বড়াইগ্রামে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ার পর এক গৃহবধূকে সংঘবদ্ধ প্রতিপক্ষ নারীরা হাত-পা বেঁধে ঠান্ডা কাদা পানিতে নিক্ষেপ করে। এক ঘণ্টা পর আত্নীয়-স্বজনেরা এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম সোনিয়া খাতুন (৩৫)। সে ওই গ্রামের ফারুক মোল্লার স্ত্রী। পুলিশ এই ঘটনায় ২ জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন, একই গ্রামের মোমেনা বেগম (৪০) ও মেহেনাজ বেগম (৩৫)।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আযম খান জানান, এ ব্যাপারে নির্যাতন ও হত্যা চেষ্টা মামলা রুজু করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,বড়াইগ্রাম,নিক্ষেপ,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close