নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তে জব্দ সাড়ে ৭ হাজার ইয়াবা 

ছবি: প্রতীকি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। গত শনিবার রাতের দিকে উপজেলার কম্বনিয়া থেকে এ সব জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার হতে আশারতলী সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পুলিশের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী, কম্বনিয়া সীমান্তে কবর স্থানের বাউন্ডারি ওয়ালের পাশে এলাকায় অবস্থান নেয়। পরে কয়েকজনকে পায়ে হেঁটে আশারতলী সীমান্ত থেকে দেশের দিকে আসতে দেখলে পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করে।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, মাদক উদ্ধার, সন্ত্রাস দমনসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় এমন অভিযান চালিয়ে শনিবার রাতে ইয়াবা জব্দ করা হয়েছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close