reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২৪

গাঁজা বহন করার অপরাধে দুই যুবককে কারাদণ্ড

ছবি: প্রতিদিনের সংবাদ

পিরোজপুরের কাউখালীতে গাঁজা বহন করার অপরাধে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গত শনিবার বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা দণ্ডাদেশ দেন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির হলো উপজেলার চিরাপাড়া নিলতী গ্রামের তরিকুল ইসলাম (২৩) একই গ্রামের মোসলেম আলীর ছেলে মিরাজ হোসেন (২৪)

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ উপজেলার নিলতী সম্মিলীত মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে। সময় তাদের থেকে পুলিশ একটি গাঁজা ভর্তি সিগারেট উদ্ধার করে। পরে থানা পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে আটক দুই যুবককে মাদক বহনের অপরাধে মাসের কারাদণ্ড দেন

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বিষয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুরের কাউখালী,কারাদণ্ড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close