কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২৪

কাউনিয়ায় ফাস্ট অ্যাইড বক্স ও স্ট্রেচার বিতরণ

ছবি: প্রতিদিনের সংবাদ

রংপুরের কাউনিয়ায় ফাস্ট অ্যাইড বক্স ও স্ট্রেচার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে টেপামধুপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে এসব বিতরণ করা হয়।

ইউরোপীয়ান ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রেশন আউটকাম (জানো) প্রকল্পের সহোযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য ফাস্ট এইড বক্স ও স্ট্রেচার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ইএসডিও-জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক খোকন মিয়া, উপজেলা ব্যবস্থাপক রিপন মিয়া, মাঠ কর্মকর্তা হরিদাস বর্মন, এবি ছিদ্দিক ও সহকারী শিক্ষকবৃন্দ।

উল্লেখ, কাউনিয়া উপজেলার নির্বাচিত মোট ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফাস্ট অ্যাইড বক্স ও স্ট্রেচার বিতরণ করা হচ্ছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,কাউনিয়া,স্ট্রেচার,বিতরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close