সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল)

  ০৯ জানুয়ারি, ২০২৪

সেই রূপা রায় পেলেন সবচেয়ে কম ভোট!

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে বাংলাদেশ কংগ্রেস পার্টির সদস্য ডাব প্রতীকে অংশ নেন রূপা রায় চৌধুরী। এই আসনে নির্বাচনের মাঠে একমাত্র নারী প্রার্থী থাকায় সবচেয়ে আলোচনায় ছিলেন তিনি। কিন্তু দেখা গেল আলোচিত হয়েও রূপা রায় চৌধুরী সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তিনি এর আগেও কয়েকবার নির্বাচন করেও তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

টাঙ্গাইল-৭ আসনে রূপা রায় ছাড়াও জামানত হারিয়েছেন পাঁচ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ী প্রতীকে ২৬৫ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের আরমান হোসেন তালুকদার তাপস গামছা প্রতীকে ১ হাজার ৩৪০, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ৩৬৮, জাতীয় সমাজ তান্ত্রিক দল মঞ্জুর হোসেন মজনু মশাল প্রতীকে ১৫৩ এবং জাকের পার্টির মোক্তার হোসেন গোলাপ ফুল প্রতীকে ৫১২ ভোট পেয়েছেন।

নিয়মানুযায়ী দেওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে ওই প্রার্থীর জামানতের ২০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়।

টাঙ্গাইল-৭ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ ৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে পুনরায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ট্রাক প্রতীকে ৫৭ হাজার ২৩১ ভোট পেয়েছেন।

মির্জাপুর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৪৩২। আসনটিতে ১২৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৬৮। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩৬৮, বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৪০১। প্রদত্ত ভোটের শতকরা হার ৪২ দশমিক শূন্য ৬ শতাংশ।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাঙ্গাইল,মির্জাপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close