শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

  ০৭ জানুয়ারি, ২০২৪

শ্যামনগরে ৯৫ বছরের কমলা মণ্ডল

‘সগগুলি ভোটে দাঁড়ালি আরো ভাল লাগতো’

দুপুর প্রায় সাড়ে ১২টা। লাঠিতে ভর দিয়ে হেঁটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়িখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন ৯৫ বছরের কমলা মণ্ডল।

এই নারীর কাছে জানতে চাওয়া হয়—তিনি কাকে ভোট দেবেন। তার তাৎক্ষণিক উত্তর, ‘ভোট কার দিবো, সিটা আমার এচ্ছা।’ পরোক্ষণে বিনয় প্রকাশ করে বলেন, ‘আপনি আবার কিছু মনে করবেন না যেন।’

শতবর্ষ ছুঁই ছুঁই ওই নারী উপজেলার চিংড়িখালী গ্রামের মৃত সুরেন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী। প্রতিবেশীর সাহায্যে প্রায় এক কিলোমিটার রাস্তা হেঁটে ভোট কেন্দ্রে আসেন তিনি।

কমলা মণ্ডল জানান, আর একটা ভোট দেওয়ার সুযোগ পেলে তিনি ১০০ বছর পার করবেন। ভোটার হওয়ার পর থেকে কোন ভোট বাদ দেননি তিনি।

কমলা মণ্ডল বলেন, ‘আগের বারের (২০১৮ সালে) ভোট দিতি না পারিলেও এবার ভোটের সুযোগ পেয়ে আমি খুশি।’ নাগরিক হিসেবে নিজেকে সচেতন দাবি করে তিনি বলেন, ‘সগগুলি (সব দল) ভোটে দাঁড়ালি আরো ভাল লাগতো।’

এলাকার কাঁচা সড়ক বর্ষার সময় চলাচলের অনুপযোগী থাকে। এবারের নির্বাচিত প্রার্থীর কাছে তার এলাকার সড়কগুলো পাকা করার দাবি রাখেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্যামনগর,ভোট,বৃদ্ধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close