রাজবাড়ী প্রতিনিধি

  ০৭ জানুয়ারি, ২০২৪

রাজবাড়ী-২

প্রকাশ্যে ভোটগ্রহণের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ছবি: প্রতিদিনের সংবাদ

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটগ্রহণের অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ ফরিদ শেখকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রির্টানিং কর্মকর্তা খান মো.আব্দুল্লা আল মামুন।

সহকারী রির্টানিং কর্মকর্তা খান আব্দুল্লা আল মামুন বলেন, রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলার হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদ শেখ। তার বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসে ওই ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটগ্রহণ করা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাই। যে কারণে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সুশান্ত কুমার রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজবাড়ী,রাজবাড়ী-২
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close