ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৭ জানুয়ারি, ২০২৪

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হত্যার হুমকি, জিডি

ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়ায় এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আশুগঞ্জের তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। হুমকি পাওয়া তারুয়ার দাই মোল্লার বাড়ির জামির হোসেন (৩৫) গতকাল শনিবার আশুগঞ্জ থানায় এই ডায়েরি করেন।

জামির ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের মঈন উদ্দিন মঈনের সমর্থক। জিডিতে অভিযুক্তরা হলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির (৫৫) ও তার স্ত্রী নাদিমা বেগম (৫০)। আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জিয়াউল হক মৃধার সমর্থক।

জিডিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তারুয়া খাঁ বাড়ির সামনে অবস্থানকালে তাকে বাদল সাদির হুমকি দিয়ে বলেন, কলারছড়ি প্রতীকের পক্ষে ভোট দিলে জানে মেরে ফেলব। ওইদিনই দুপুর সাড়ে ১২টায় ফেসবুক মেসেঞ্জারে বাদল সাদিরের ছেলে জামিরকে কল দিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক জানান, এ ব্যাপারে দুটি জিডি হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়,প্রার্থী,গুলি,হত্যা,হুমকি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close