মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০১ জানুয়ারি, ২০২৪

বছরের প্রথম দিনে মাধ্যমিকের শিক্ষার্থীদের বই উৎসব নিয়ে শঙ্কা

ছবি : সংগৃহীত

বছরের প্রথম দিনই বই উৎসব। বিনামূল্যে নতুন বই পাবে শিক্ষার্থীরা। এই বই উৎসব নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে রয়েছে শঙ্কা। কেননা এখনো শতভাগ বই এসে পৌঁছেনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।

সর্বশেষ তথ্যানুযায়ী মাধ্যমিক পর্যায়ে প্রায় ৭২ শতাংশ বই পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শতভাগ বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। তবে প্রাাথমিকের চাহিদার সকল বই এসে পৌঁছেছে বলে জানিয়েছেন শিক্ষা অফিসার।

উপজেলা মাধ্যমিক অফিসের সূত্রমতে, ২০২৪ শিক্ষাবর্ষের জন্য নতুন বইয়ের চাহিদা রয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩৭০টি। এরমধ্যে বই এসেছে ৩ লাখ ৩৮ হাজার ৪১৫টি। বাকি রয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৫৫টি। চাহিদার তুলনায় ২৮ শতাংশ বই এখন পর্যন্ত আসেনি।

এদিকে বই না পাওয়ার মূল কারণ এখন পর্যন্ত চাহিদা অনুযায়ী বই ছাপাতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আর এ কারণে মাধ্যমিক পর্যায়ে বই আসেনি মির্জাপুর।

এ ব্যাপাারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, কি কারণে সব বই আসেনি সেটি আমি বলতে পারবো না। এটি বলতে পারবে এনসিটিবি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি মির্জাপুরের বাকি নতুন বই পেয়ে যাব।

প্রসঙ্গত, পাঠ্যবই ছাপানোর কার্যাদেশ দেরিতে দেওয়া, কাগজের মূল্যবৃদ্ধি, প্রাক্কলিত দরের চয়ে কম দামে কাজ পাওয়াসহ বেশ কয়েকটি কারণে মাস দুয়েক আগে থেকেই নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে শঙ্কা তৈরি হয়।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শঙ্কা,বই উৎসব,মাধ্যমিকের শিক্ষার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close