শাহ্ আলম খান, চাঁদপুর প্রতিনিধি

  ০১ জানুয়ারি, ২০২৪

চাঁদপুরে বই উৎসবের প্রস্তুতি সম্পন্ন

ছবি : প্রতিদিনের সংবাদ

চাঁদপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসাসহ প্রতিষ্ঠান ২৮৪টি। এর মধ্যে মাদ্রাসার সকল নতুন বই আসলেও মাধ্যমিক স্কুলের অষ্টম ও নবম শ্রেণির ৬টি বই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। বাকী ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির সকল বই পেয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। আর জেলার ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণির সকল বই এসেছে। এখন উৎসবের জন্য প্রস্তুত।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন জানান, ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির সকল বই এসেছে। অষ্টম শ্রেণির সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান বই আর নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, জীবন ও জীবীকা এবং ইসলাম শিক্ষা বই এখনো এসে পৌঁছায়নি।

চাঁদপুর জেলা শহরের লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক্ষ মো. ইলিয়াছ মিয়া জানান, এই বিদ্যালয়েও অষ্টম শ্রেণির দুটি এবং নবম শ্রেণির ৪টি বই আসেনি।

চাঁদপুর পৌর এলাকার আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা জানান, প্রাক প্রাথমিকসহ সব শ্রেণির বই এসেছে।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন প্রতিদিনের সংবাদকে জানান, জেলার সকল উপজেলায় প্রাথমিকের বই এসে পৌঁছেছে। ১ জানুয়ারি সকালে সদর উপজেলার বাবুরহাট আনুষ্ঠানিকভাবে বই উৎসব হবে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ দৈনিক প্রতিদিনের সংবাদকে জানান, মাধ্যমিক স্তরে মাদ্রাসার সকল বই এসে পৌঁছেছে। কিন্তু স্কুল পর্যায়ের কিছু বই এখনো এসে পৌঁছায়নি। তবে আমরা ১ জানুয়ারি জেলা শহরের কালেক্টরেট ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবের মাধ্যমে নতুন বই বিতরণ শুরু করব।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রস্তুতি সম্পন্ন,বই উৎসব,চাঁদপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close