কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০২২

কালকিনিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শ্রাবণী আক্তার (২১) নামের ওই গৃহবধূ উপজেলার মাতৃছায়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসার জেরে শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ভুুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রাবণী আক্তার গত ২২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জিএম রিয়াজ রহমান আল্ট্রাসনোগ্রাম করে বলেন, শ্রাবণীর পেটের বাচ্চা মৃত। তার পরিবারের লোকজনকে দ্রুত মাতৃছায়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করতে হবে। ডাক্তারের কথামতো সেখানেই রোগী ভর্তি করানো হয়। পরে সেই ক্লিনিকেই ডাক্তার জিএম রিয়াজ রহমান অপারেশন করেন।

রোগীর স্বামী ইউনুস বলেন, ‘আমার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তার জিএম রিয়াজ রহমানের কাছে নিয়ে আসি। সে অপারেশনের কথা বলে মাতৃছায়া ক্লিনিকে ভর্তি করাতে বলেন। সেখানে ডাক্তার নিজেই অপারেশন করেন। কিন্তু আমার স্ত্রী সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে যান। আমরা তাকে কালকিনি হাসপাতালে ওই ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দায়িত্বরত ডাক্তার জানান, রোগীর পেটের মৃত বাচ্চার অপারেশন সঠিকভাবে না করার কারণে রোগীর অবস্থা গুরুতর। দীর্ঘ ২২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ (শুক্রবার) ভোর রাতে মারা যায় আমার স্ত্রী। আমি ওই ডাক্তার ও ক্লিনিকের মালিকের বিচার চাই।’

মাতৃছায়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. রোকনউজ্জামান বলেন, ‘গৃহবধূ শ্রাবণীর অপারেশন আমাদের ক্লিনিকে ডাক্তার জিএম রিয়াজ রহমান করেছেন। রোগী সুস্থ হয়ে বাড়িতে গেছেন।’

ডাক্তার জিএম রিয়াজ রহমান বলেন, ‘রোগী শ্রাবণী আক্তারের অপারেশন আমি করেছি। তার পেটের বাচ্চা মৃত ছিল।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, ‘ওই গৃহবধূর পরিবারকে ডাক্তারের ও ক্লিনিকের নামে অভিযোগ দিতে বলা হয়েছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালকিনি,প্রসূতির মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close