চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রহনপুরে আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌরসভার আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বের) বিকেলে রহনপুরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন।
এ সময় আরও বক্তব্য দেন জেলা মহিলা লীগের সহসভাপতি সাবিহা শবনম কেয়া, প্রভাষক আব্দুর রাকিব, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক ও সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও ইয়াহিয়া খান রুবেল, ছাত্র অহিদুজ্জামান অহেদ, ছাত্রী তাসনিম তাহাসহ অনেকে। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়।