reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০২২

সিলিং ফ্যান পড়ে মাথা ফাটল ডা. মুরাদের, লেগেছে সেলাই

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। বৃহস্পতিবার (১২ মে) রাতে উপজেলার দৌলতপুর গ্রামের বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

তবে মুরাদ হাসান আশঙ্কামুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ রাজবংশী।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় দুর্ঘটনার খবর পেয়ে ডা. মুরাদের নিজ বাড়ি দৌলতপুরে যাই। পরে দেখতে পাই, তার কপালের ডানদিকে কেটে গেছে। সেখানে তিনটি সেলাই দেওয়া হয়। তবে শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আলোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অনেক দিন ধরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে অবস্থান করছেন। নায়িকা মাহিয়া মাহির সঙ্গে আপত্তিকর কথোপকথনের একটি ভিডিও ফাঁসের ঘটনায় সম্প্রতি মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডা. মুরাদ,সরিষাবাড়ী,মুরাদ হাসান,সিলিং ফ্যান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close