বরগুনা প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২২

বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার, হাসপাতালে চলছে চিকিৎসা

বরগুনায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বন-বিভাগের কর্মীরা। শকুনটি দুর্বল ও অসুস্থ হওয়ায় জেলা প্রাণি-সম্পদ হাসপাতালে চিকিৎসা চলছে ।

শনিবার (১৫জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পাজরাভাঙ্গা গ্রামের চাঁন মিয়ার বাজারের বাসিন্দাদের হাতে ধরা পড়ে বিপন্ন প্রজাতির ধৃসর রংয়ের এই শকুন।

উপজেলা প্রাণি-সম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান ও ডা. বেনজীর আহমেদ শকুনটিকে চিকিৎসা দেন।

বরগুনা বন-বিভাগের রেঞ্জার মো. মতিয়ার রহমান বলেন, এ এলাকায় সচরাচর শকুন দেখা যায় না । এটা একটি বিপন্ন প্রজাতির শকুন। আমাদের এলাকার শকুন হারিয়ে গেছে। শকুন প্রকৃতির বন্ধু । শকুনটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে অবমুক্ত করা হবে।

উপজেলা প্রাণি-সম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, শকুনটি অত্যন্ত দুর্বল ও অসুস্থ। কিছু দিন শকুনটিকে নিবিড়-পর্যবেক্ষণে রাখতে হবে এবং চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তাকে বন-বিভাগের মাধ্যমে প্রকৃতির মাঝে আবার ফিরিয়ে দেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিকিৎসা,বিপন্ন প্রজাতি,শকুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close