reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০২১

হেলমেটবিহীন বাইকে ঘুরছেন ২ পুলিশ সদস্য

হেলমেটবিহীন অসতর্ক অবস্থায় দুইজন পুলিশ সদস্যকে রাস্তায় মোটরবাইকে দেখা গেছে। চট্টগ্রামের হাটহাজারী থেকে ফটিকছড়ি সড়কে তাদের মোটরবাইকে যেতে দেখেছেন অসংখ্য পথচারী । 

জানা যায়, বাইক আরোহী দুইজনই হাটহাজারী থানায় কর্মরত। এর মধ্যে প্রথমজন একজন এএসআই বলে জানা গেছে। 

সোমবার (১১ অক্টোবর) রাস্তায় দৃশ্যমান আরোহীসমেত সেই বাইকটি বাজাজ এর পালসার। যার নাম্বার- নোয়াখালী-ল ১১- ৪৩৬২ ।

দৃশ্যত এভাবে জনসমক্ষে চলাফেরা আইন কে অসম্মান করা নয় শুধু, যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা।
 

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হেলমেটবিহীন,বাইক,ফটিকছড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close