গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার জনের দণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন সংরক্ষণের দায়ে চার ব্যক্তিকে কারাদণ্ড জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালান। অভিযানে গ্রাম গাঁজাসহ চার জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেন।

পৌর শহরের মাছুয়াপাড়া মহল্লার মৃত আরশেদ আলীর ছেলে মো. জিন্টু মিয়াকে (৩৬) আট মাসের বিনাশ্রম কারাদণ্ড এক হাজার টাকা জরিমানা, উত্তরবাজার মহল্লার মৃত আব্দুল খালেকের ছেলে মো. সুমন মিয়াকে (৩৫) পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা, গোলকপুর মহল্লার মরজত আলীর ছেলে মো. রকি মিয়াকে (২০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ৩০০ টাকা জরিমানা পশ্চিম কোনাপাড়া মহল্লার আব্দুল মালেকের ছেলে মো. মোখলেছকে (২০) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ৩০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দণ্ড,মাদক সেবন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close