reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামে এটিএম বুথের টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার মোড়ে ইউসিবিএলের এটিএম বুথ থেকে টাকা ছিনতাইচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ওয়াসেকপুর গ্রামের ডা. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে মো. আনোয়ার হোসেন বাবু (৩২), চট্টগ্রামের কর্ণফুলী থানার মহালখান বাজার এলাকার প্রয়াত আফছু মিয়ার ছেলে মো. জহির আলম (৩৪) এবং একই থানার দক্ষিণ বন্দর গ্রামের মো. ইউনুছের ছেলে আদনান (৩৭)। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মামলা দিয়ে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, মঙ্গলবার রাত দেড়টায় ওই তিনজন মোটরসাইকেলে করে বুথের সামনে যান। কিন্তু রাত ১২টার পর বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞার কথা জানান নিরাপত্তারক্ষী মো. নাজিম উদ্দিন। এর পরও ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীকে মারধর করেন তারা। পরে পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছিনতাইয়ের চেষ্টা,গ্রেপ্তার ৩
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close