ঝালকাঠি প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২১

ঝালকাঠিতে ইউপি ভবনে আগুন

ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিড়ি ইউনিয়নের পুরাতন ইউপি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঝালকাঠি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গাবখান-ধানসিড়ি ইউনিয়নের পুরাতন ইউপি ভবনের মধ্য থেকে আগুনের ধোয়া দেখে এক পথচারি স্থানীয়দের জানান। স্থনীয়রা বিষয়টি ইউপি চেয়ারম্যান ও সচিবকে জানালে তারা ঝালকাঠি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা দুটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরিত্যাক্ত ওই ভবনের মধ্যে রাস্তা সংস্কার কাজে ব্যাবহৃত ঝুট রাখা ছিলো।

উায়ার সার্ভিস কর্মকর্তা ফিরোজ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেনকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ইউপি সচিব জসিম উদ্দিন জানান, খবর শুনে গিয়েছি। ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছে। ধারণা করা হচ্ছে রাস্তার কাজে ব্যাবহৃত ঝুট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে পরিত্যাক্ত ভবনে ঝুট এলো কিভাবে? এর কোন সঠিক জবাব দিতে পারেন নি ইউপি সচিব জসিম উদ্দিন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝালকাঠি,ইউপি ভবন,আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close