reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২০

বোয়ালের ৩১ হাজার টাকা!

পদ্মা নদীর রাজবাড়ী জেলা অংশে বড় বড় আকারের মাছ পেতে শুরু করেছেন জেলেরা। বুধবার জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রুই, বাগাইড়সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ ধরা পড়ার পরছে। এবার আলম শেখ নামের এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ।

বুধবার দুপুরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ২৫০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কেনেন। পরে তিনি ২৬০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, দৌলতদিয়া কুশাহাটা চর এলাকার পদ্মা নদীতে আলম শেখের জালে ধরা পড়া ১২ কেজি ওজনের বোয়াল মাছটি তিনি ২৫০০ টাকা কেজিতে কিনে ২৬০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় খুলনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এখন নদীতে প্রাই বড় বড় মাছ ধরা পড়ছে। সেসব মাছ তিনিসহ ঘাটের অন্যান্য ব্যবসায়ীরা কিনে সামান্য লাভে ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেশের বিভিন্নস্থানে বিক্রি করেন।

তিনি আরো জানান, আজ সকালে তিনি একটি ১০ কেজি ওজনের রুই ১৭ হাজার টাকায় কিনে ১৮ হাজার ও ২৫ কেজি ওজনের বাগাইড় ২৫ হাজার টাকায় কিনে ৩০ হাজার টাকায় বিক্রি করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোয়াল,হাজার টাকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close