reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০২০

করোনায় মারা গেলেন সাবেক এমপি এটিএম আলমগীর

কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জাতীয় পার্টির নেতা মুক্তিযোদ্ধা এ টি এম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাত ৯টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে ঢাকার আল রশিদ ফাউন্ডেশন এ টি এম আলমগীরের দাফন প্রক্রিয়া সম্পন্ন করবে।

বুলু আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন ৯১-৯৬ সাল পর্যন্ত কুমিল্লা-১০ আসনের এমপি এ টি এম আলমগীর। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,সাবেক এমপি,আলমগীর,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close