নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ০১ আগস্ট, ২০২০

ঈদে কোরবানির মাংস বিতরণ করল সেনাবাহিনী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দোহারের বন্যাদুর্গত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির মাংস বিতরণ করেছেন সেনাসদস্যরা।

৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার কোরবানির মাংস বিতরণ হয়। দোহারে পানিবন্দি হয়ে উপজেলার হাজার হাজার মানুষ অসহায় জীবন যাপন করছে। বন্যাদুর্গত মানুষের মাঝে কিছুদিন যাবত ত্রাণ বিতরণ করেছেন সেনাসদস্যরা। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দ অসহায় দরিদ্র মানুষগুলোর সাথে ভাগ করে নিতে প্রায় শতাধিক পরিবারের মধ্যে কোরবানির এই মাংস বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা।

উপস্থিত সেনা সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তাদের এই উদ্যোগ আগামী তিন দিন ধরে চলমান থাকবে। বন্যাদুর্গত মানুষদের সহায়তা লক্ষ্যে সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ। ভবিষ্যতে এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী কাজ করে যাবে বলে তারা আশাবাদী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবাবগঞ্জ উপজেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close