ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ৩১ মে, ২০২০

ধামরাইয়ে প্রথম করোনা রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ৩

ঢাকার ধামরাইয়ে প্রথম একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। রোববার ভোরে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন অবস্থায় মারা যান তিনি।নিহত আনসার আলীর (৬৫) বাড়ি উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের নয়াপাড়া কাকরান গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগে মৃত আনসার আলীর বড় মেয়ের জামাতা আনসার আলীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। জামাতা একজন স্বাস্থ্যকর্মী। গতকাল শনিবার বিকালে আনসার আলীর করোনা পজিটিভ আসে। কিন্তু তিনি শনিবার দিবাগত রাতে মারা যান। তবে মৃতের বড় মেয়ে, মেয়ের জামাতা ও নাতি করোনা পজিটিভ। তারা সকলেই হোম কোয়ারেন্টাইনে আছেন।উপজেলা প্রশাসন মৃতের লাশ দাফনের ব্যবস্থা করছেন।

এদিকে রোববার নতুন করে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। এর মধ্যে ভাড়ারিয়া ইউনিয়নের একই পরিবারের ৩ জন রয়েছে বলে জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা.নূর রিফফাত আরা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধামরাই,করোনায় মৃত,করোনা পজিটিভি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close