বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ২২ মে, ২০২০

বাউফলে ৪ মাস আগে নির্মাণ করা ব্রিজ পুনরায় মেরামতের টেন্ডার

পটুয়াখালীর বাউফলে প্রায় চার মাস আগে নির্মাণ করা আয়রন ব্রিজে পুনরায় মেরামতের জন্য দরপত্র (টেন্ডার) আহ্বান করে উপজেলা এলজিইডি অধিদপ্তর। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের আওতায় চলতি মাসের ৭ তারিখে প্রকাশিত ওই দরপত্রে এডিপি-৪এ কালিশুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রহমালির বাড়ির সামনে আয়রন ব্রিজ মেরামত বাবদ প্রকল্পিত মূল্য ধরা হয় ৩ লাখ ৯৫ হাজার টাকা।

সরেজমিনে দেখা যায়, মরহুম রহমালি (আবদুর রহমান সরদার) ও রনভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন খালের উপর সদ্য নির্মাণ করা আয়রন ব্রিজ। ব্রিজের লোহার এঙ্গেলগুলোতে চকচকে রং আর নতুন পাকা স্লাব দৃশ্যমান। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন ও নাসির উদ্দিন সরদার নামের দুই ব্যক্তি জানায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিজটি নির্মাণ করা হয়।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী সুলতান আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি কোনো সদোত্তর দিতে পারেনি।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, এডিপির অর্থায়নে নতুন নির্মাণ করা ব্রিজ পুনরায় সংস্কার/মেরামত করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেন্ডার,বাউফল,আয়রন ব্রিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close