রাজশাহী ব্যুরো

  ২৯ এপ্রিল, ২০২০

রাজশাহীতে স্বাস্থ্যকর্মীসহ আরও ৪ জনের করোনা

রাজশাহীতে এক স্বাস্থ্যকর্মীসহ আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। তবে এদের মধ্যে একজন মারা গেছেন।

এ তথ্য নিশ্চিত করে বুধবার দুপুরে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক প্রতিদিনের সংবাদকে জানান, ঢাকার আইইডিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে নতুনভাবে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি তানোর উপজেলার হাঁপানিয়া গ্রামে। অন্য দুজনের বাড়ি মোহনপুর উপজেলার তসোপাড়া ও হরিদাগাছি গ্রামে। অপরজন পবা উপজেলার এক স্বাস্থ্যকর্মী।

এর আগে রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল পর্যন্ত নয়জন করোনা আক্রান্ত পাওয়া যায়। এদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ ছিল।

সর্বশেষ বুধবার দুপুরের প্রাপ্ত তথ্য মতে, আক্রান্তদের মধ্যে পুঠিয়ায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুরে চারজন, তানোরে একজন, পবায় একজন ও বাঘায় একজন। তবে বাঘার বৃদ্ধ মারা যাওয়ায় একজন কমে গিয়ে করোনা আক্রান্ত চিকিৎসাধীন ১২ জন। আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর এখন পর্যন্ত রাজশাহী মহানগরীতে কেউ করোনা আক্রান্ত হয়নি বলেও জানিয়েছেন সিভিল সার্জন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,রাজশাহী,স্বাস্থ্যকর্মী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close