আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২০

আত্রাইয়ে শ্রমিক বেশে উপজেলা যুবলীগ

পরনে প্যান্ট ও গায়ে গোল গলার গেঞ্জিতে লেখা যুবলীগ। মাথায় জড়ানো গামছা, কাস্তে হাতে ডিজিটাল কৃষি শ্রমিক বেশে মাঠে ধান কাটলেন উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। করোনা পরিস্তিতিতে শ্রমিক সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে তাদের ধারণা। এ কাজে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম।

জানা যায়, করোনা সংকট মোকাবেলায় বাহিরে থেকে তুলনামূলক শ্রমিক কম আসায় এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়। নবাবেরতাম্বু গ্রামের আবুল কাসেমের ছেলে এমামুল হকের মাঝ মাঠে জমির পাকা ধান শ্রমিক সংকটে কাটতে না পেরে দিশেহারা হয়ে পড়লে যুবলীগের নেতৃবৃন্দ সহযোগিতার হাত বাড়ায়।

কৃষক এমামুল হক জানান, জমি বিলের মাঝে হওয়ায় ধান কাটতে শ্রমিক না পেয়ে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলামের কাছে পরামর্শ চাইলে সে বলে চিন্তা করেন না; ব্যবস্থা হয়ে যাবে। সোমবার সকালে অনেকগুলো যুবক ছেলে এসে জমির ধান কেটে দেওয়ায় তাদের কাছে চির কৃতজ্ঞ।

যুবলীগ সভাপতি শেখ হাফিজুল বলেন, বর্তমান পরিস্থিতিতে মাননীয় সাংসদ মো. ইসরাফিল আলম এবং জেলা যুবলীগের নির্দেশক্রমে এলাকার গরিব দুঃখীর পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রয়োজনে এমন কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আত্রাই,যুবলীগ,ধান কাটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close