মেহেরপুর প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০২০

মেহেরপুরে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৭ এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি।

এ সময় পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি উপস্থিত ছিলেন।

এছাড়া মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন, পুষ্পস্তবক অর্পণ করে। পরে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেহেরপুর,মুজিবনগর দিবস,কর্মসূচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close