সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২০

সুন্দরগঞ্জে আউশ প্রণোদনা বিতরণ

করোনাভাইরাসের প্রভাব যাতে কৃষিতে না পড়ে সেজন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ কৃষি বিভাগ নিয়েছে বিভিন্ন উদ্যোগ। সঠিক সময়ে বিতরণ শুরু করেছে কৃষকদের মাঝে আউশ প্রণোদনা।

সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কৃষক প্রশিক্ষণ চত্বরে কৃষকদের মাঝে আউশ প্রণোদনা হিসেবে সার, বীজ বিতরণের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান ও উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ।

জানা গেছে, আউশ প্রণোদনা হিসেবে উপজেলার ৬শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। প্রতি কৃষক পাবেন ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

আউশ প্রণোদনা বিতরণকালে রেজা-ই মাহমুদ বলেন, করোনার সামাজিক ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে আমাদের গাইবান্ধা একটি। এ বিষয়টি মাথায় রেখেই সারাদেশের মতো উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলামসহ কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরগঞ্জ,আউশ,প্রণোদনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close