তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

তাড়াশে এক যুবকের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

সিরাজগঞ্জের তাড়াশে জ্বর ও বমি নিয়ে জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

এ ঘটনায় সোমবার বিকাল ৫টার দিকে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল টিম ওই যুবকের নমুনা সংগ্রহ করেছে। বিষয়টি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা জামাল উদ্দিন মিঞা শোভন নিশ্চিত করেছেন।

অপরদিকে তাড়াশ থানার ওসি মাহবুবুল ইসলাম জানিয়েছেন, যুবকের মৃত্যুর কারণে ওই বাড়িসহ আশপাশের ৭ থেকে ১০টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী জানান, উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাহিদুল ইসলাম ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। গত বৃহস্পতিবার জ্বর নিয়ে বাড়িতে আসেন। শনিবার আবারও ঢাকায় যান। জ্বর বেশি হলে রোববার বাড়িতে ফিরে আসেন ও বমি করতে থাকেন ।

পরে সোমবার সকালে জাহিদুল আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা সিরাজগঞ্জ রোডের একটি ক্লিনিকে ভর্তি করার চেষ্টা করেন। কিন্তু সেখানে ভর্তি করতে না পেরে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তবে জাহিদুল দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লকডাউন,তাড়াশ,যুবকের মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close