আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

আত্রাইয়ে ২ হাজার খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংকটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নওগাঁর আত্রাইয়ে দ্বিতীয় ধাপে দুই হাজার নিম্ন আয়ের পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, আলু ও সাবান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম। এ সময় এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, প্রকল্প বাস্তবায়ন অফিসার নভেন্দু নারায়ন চৌধুরী, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত ছিলেন।

ইউএনও ছানাউল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। প্রথম ধাপে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছিল, এবার দ্বিগুণ করে দুই হাজার দেওয়া হলো। মানুষ স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত সরকারের তরফ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ত্রাণের জন্য কাউকে ঘরের বাইরে বের হতে হবে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,ত্রাণ,আত্রাই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close