গাজীপুর প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

গাজীপুরে বাউবির ক্যাম্পাসে পিঠা উৎসব

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গাজীপুর ক্যাম্পাসে সোমবার দিনব্যাপী চলছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে এই পিঠা উৎসব উদ্বোধন করেন।উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান, প্রো-উপাচার্য প্রফেসর ড. মোকাদ্দেম হোসেন, ট্রেজারার প্রফেসর ড. আশফাক হোসেন, রেজিস্ট্রার ড. মুহা. শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো: আবুল কাশেম শিখদার জানান, মেলায় বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুল ও ১১টি বিভাগ, বিভিন্ন দপ্তর ও অন্যান্য শাখার শতাধিক বিভিন্ন ধরণের পিঠা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা নিয়েছে। এছাড়া বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাউবি,পিঠা উৎসব,গাজীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close