লালমনিরহাট প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২০

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে জেলার হাতীবান্ধার আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই সীমান্তের পূর্ব আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে সুরুজ মিয়া (৩৫) ও শাহাজাহান আলীর ছেলে সুরুজ আলী বলে দাবি করেছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ৮-১০জন চোরাকারবারীর দল ওই সীমান্তের ৯০৭/৪ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু পারাপারের উদ্দেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফের পাগলামারী ক্যাম্পের টহলরত দল তাদের ধাওয়া করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ওসমান আলীর ছেলে সুরুজ মিয়া।

পরে সকালে তার মরদেহ সীমান্তের ৯০৭/৪ নম্বর পিলার এলাকায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উদ্ধার করে বিজিবি।

অন্যান্যরা আহত অবস্থায় ও একজন গুলিবিদ্ধ অবস্থায় ফিরে আসতে সক্ষম হলেও রংপুর মেডিকেলে নেয়ার পথে শাহজাহান আলীর ছেলে সুরুজ আলী গুলিবিদ্ধ অবস্থায় মারা যান।

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা ‍নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত,গরু চোরাচালান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close