কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২০

মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী অফিসার

পিরোজপুরের কাউখালীতে মানসিক ভারসাম্যহীন ৯ মাসের অন্ত:সত্ত্বার চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা।

জানা যায়, গত বুধবার উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় শাকিলা (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় যুবকরা তাকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার শাকিলাকে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠান।

পরীক্ষার পরে জানা গেছে, অসুস্থ শাকিলা ৯ মাসের অন্ত:সত্ত্বা। নির্বাহী অফিসার তাকে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি ওয়ার্ডে ভর্তি করান। পরে তার সুচিকিৎসার জন্য ঢাকার সরকারি সেইভ হোমে পাঠাবার সিদ্ধান্ত নেন। শাকিলা আদু আদু কথা বলতে পারে।

সে জানায়, তার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তাকে কিছুদিন আগে একটি বাসযোগে কে বা কারা এখানে নিয়ে আসে তা সে জানে না। বাস থেকে তাকে আমরাজুড়ি ফেরিঘাটে নামিয়ে দেয়। সেই থেকে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে আছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাউখালী,অন্ত:সত্ত্বা,খালেদা খাতুন রেখা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close