আব্দুল আজিজ, হিলি

  ১৮ জানুয়ারি, ২০২০

অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার, মোটরসাইকেলসহ আটক ১

মোটরসাইকেলের টাংকির মধ্যে করে ফেন্সিডিল পাচারের সময় দিনাজপুরের হিলিতে ৯৮ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আশরাফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার সালাহউদ্দিন জানান, মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে বিজিবির নিজস্ব গোয়েন্দা সুত্রে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল শনিবার সকালে হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় হিলি অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলকে বিজিবি থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়, পরে তার মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে মোটরসাইকেলের টাংকির ভেতর হতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি বিরামপুরের খুলুপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।

এদিকে হাকিমপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিল ও ৫শ গ্রাম গাঁজাসহ মাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে হিলির নওপাড়া গ্রামের মহসীন আলির ছেলে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি,অভিনব কায়দা,ফেন্সিডিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close