মনোহরগঞ্জ প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৯

স্থানীয় সরকারমন্ত্রীর অবদান

মনোহরগঞ্জের খিলা বাজারে বিদ্যুতের নতুন সাবস্টেশন হবে

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের আন্তরিকতায় বিদ্যুতের সেবা আরো দ্রুত গতিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে খিলা বাজারে নতুন আরেকটি সাবস্টেশন নির্মাণ করা হবে। এই সাবস্টেশনের নির্মাণ কাজ শেষ হলে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট দুই উপজেলার মানুষ বিদ্যুতের সুবিধা পাবে।

সোমবার খিলা ইউনিয়নের খিলা বাজারে নতুন সাবস্টেশন নির্মাণ করার জন্য কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর কাছে জায়গা হস্তান্তর করেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর জিএম প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী প্রতিদিনের সংবাদকে জানান, জায়গা বুঝে পেয়েছি। খুব শীঘ্রই খিলা বাজারে বিদ্যুতের উপকেন্দ্র ২-এর নির্মাণ কাজ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন—কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম শাখাওয়াত হোসেন, খিলা ইউপি চেয়ারম্যান আল আমিন ভুঁইয়া, উওরদা ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী মজুমদারসহ অনেকে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকারমন্ত্রী,খিলা বাজার,সাবস্টেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close