হিলি প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৯

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি ৯ দিনের জন্য বন্ধ

ঈদুল আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।

হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে আজ শুক্রবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ আগষ্ট শনিবার সকাল থেকে যথারিতি আমদানি রফতানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান জানান, বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টেধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি স্থল বন্দর,আমদানি-রফতানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close