কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধ

  ১৬ জুলাই, ২০১৯

অবশেষে ভারতীয় জেলেরা দেশে ফিরলেন

কলাপাড়ার পায়রা বন্দরের কোস্টগার্ডের ঘাঁটিতে নিরাপদ হেফাজতে থাকা ৩২ টি ট্রলারসহ ৫১৯ জন ভারতীয় জেলে দেশের উদ্দেশে পারি জমিয়েছেন।

গতকাল সোমবার ভোররাতে কোস্টগার্ডের দুটি জাহাজ ভারতীয় সীমানার উদ্দেশে এসব ট্রলার ও জেলেদের নিয়ে কলাপাড়ার পায়রা বন্দরের কোস্টগার্ডের ঘাট ত্যাগ করে।

কোস্টগার্ডের মিডয়া কর্মকর্তা লেফট্যানেন্ট শাকিল জানান, গত ৭ জুলাই ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করা জেলেদের কোস্টগার্ড নিরাপদ হেফাজতে নেয়ার ৯ দিন পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ভারতীয় সীমানায় পৌঁছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

তিনি আরো জানান, দুটি জাহাজের প্রহরায় ভারতীয় সীমানার প্রবেশমুখে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে ভারতীয় জেলেদের।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারতীয় জেলে,পায়রা বন্দর,কলাপাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close