নোয়াখালী প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০১৯

নোয়াখালীতে সৌখিন মাছ শিকারীর ভিড়

গত কয়ক দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলগুলোতে মাছ ধরার গ্রামীণ সরঞ্জামের বিক্রি বেড়েছে। কারণ জেলার প্রায় উপজেলায় বসতবাড়ি ও আশে পাশের ডোবা, খাল, বিল, খালি জমি, পুকুরগুলোতে পানি হলি খেলছে।

এ সুযোগে খুব হাঁসিমুখে বিভিন্ন শ্রেণির ক্রেতারা মাছ ধরার গ্রামীণ সরঞ্জাম ধর্মজাল, ঠেলাজাল, বিটে, পলো, আন্টা, খড়াজাল ক্রয় করে মাছ ধরছে। মাছ শিকারের গ্রামীণ সরঞ্জামাদির দোকানে ভিড় করছেন সৌখিন মাছ শিকারীর দলও। সরেজমিনে বাজার পরিদর্শনে এমন চিত্র দেখা যায়।

এ বিষয়ে ক্রেতা আমিরুল ইসলাম শাকিল জানান, মাছ শিকার হচ্ছে গ্রাম বাংলার ঐতিজ্য। এগুলো দিয়ে যতটা না মাছ পাওয়া, তার চেয়ে বেশিগুণ আনন্দ পাওয়া যায়। বরং মাছ ধরার আনন্দে মগ্ন থাকে মন।

এ বিষয়ে বিক্রেতা সালাহ উদ্দিন বলেন, আগের মত বিক্রি নেই। আমার পূর্ব পুরুষ এ ব্যবসা করেছে তাই আমরাও এ ব্যবসা চালিয়ে যাচ্ছি।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌখিন,মাছ শিকারি,ভিড়,নোয়াখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close