reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০১৯

শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেফতার ২

নকলে বাধা দেওয়ার ঘটনায় পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পাবনা সদরের মালঞ্চি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে ওই কলেজের অধ্যক্ষ এস এম আবদুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেন। মামলার পর সে রাতেই পাবনা সদরের মালঞ্চি এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি সজল ইসলাম ও শাফিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

সজল ইসলামের বাবার নাম মো. শাহেদ আলী। তার বাড়ি ঈশ্বরদীর গোকুল নগরে। অন্যদিকে শাফিন শেখের বাবার নাম মো. ইউসুফ আলী শেখ।

পরীক্ষায় নকল করতে না দেওয়ায় গত ১২ মে কলেজ থেকে বাসায় ফেরার পথে কলেজের গেটে মারধরের শিকার হন শিক্ষক মাসুদুর রহমান। পরে সেই হামলার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন প্রভাষক মাসুদুর রহমান।

কলেজ অধ্যক্ষ এস এম আবদুল কুদ্দুস জানান, শিক্ষক সমিতিসহ সবার সঙ্গে আলোচনা করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়। তবে গ্রেপ্তার দুই জন কলেজের শিক্ষার্থী কি না বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে শিক্ষককে মারধরের ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ছাত্রলীগের জেলা সভাপতি শিবলী সাদিক বলেন, ‘তদন্তের স্বার্থে সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজন ছাত্রলীগের সঙ্গে জড়িত নয়।’

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক,মারধর,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close