reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০১৯

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, আকস্মিক ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় আটকে পড়ে তিনটি ফেরি। পরে কুয়াশা কমে এলে সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

পি​ডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নৌরুট,কাঁঠালবাড়ী-শিমুলিয়া,ফেরি চলাচল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close