নীলফামারী প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০১৯

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ২২ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ভয়াবহ অগ্নিকাণ্ডে নীলফামারীর কুন্দপুকুরে ২২টি পরিবারের সর্বস্ব ভষ্মিভুত হয়েছে। বুধবার মধ্যরাতে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ফকির পাড়ায় ওই ঘটনা ঘটে।

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হলে ৫১টি ঘরসহ আসবাবপত্র ভষ্মিভুত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, সেখানকার জাহিদুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে।

অগ্নিকান্ডে ২২টি পরিবারের বসতঘর, রান্না ঘর, গোয়ালঘর, ধান-চালসহ আসবাব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা ইপিজেড ও নীলফামারী স্টেশনের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড’র সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে দশলাখ টাকার ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়েছে। সেখানে একটি গরু অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায়।

কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান চৌধুরী জানান, তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রাথমিকভাবে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়। অসহায় পরিবারগুলো সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নীলফামারি,অগ্নিকাণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close