চট্টগ্রাম ব্যুরো

  ০৮ জানুয়ারি, ২০১৯

‘আমার মেয়ে মেডিকেল মার্ডারের শিকার’

চট্টগ্রামে আলোচিত ভুল চিকিৎসায় নিহত শিশু কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ন্যায় বিচার চেয়েছেন রাইফার বাবা রুবেল খান।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে রাইফার মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপন শেষে এ দাবি করেন তিনি।

রুবেল খান বলেন, ‘আমার মেয়ে মেডিকেল মার্ডারের শিকার। আমি মেয়ে হত্যার ন্যায় বিচার চাই। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মেয়ে হত্যার ন্যায় বিচারের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’ একই সময় সার্কিট হাউসে উপস্থিত হন ম্যাক্স হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. লিয়াকত আলীসহ অভিযুক্ত চিকিৎসকরা।

তদন্ত কমিটির আহ্বায়ক সাইফুল্লাহিল আজম বলেন, ‘আমরা অভিযোগকারী ও অভিযুক্ত সবার সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্য শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করবো। তদন্ত শেষ শিগগির রিপোর্ট দেওয়া হবে।’

রাইফার বাবা মো. রুবেল খানের সঙ্গে কথা বলার পর ম্যাক্স হাসপাতালের অভিযুক্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। পরে সার্কিট হাউস থেকে বের হয়ে মেহেদীবাগের ম্যাক্স হাসপাতাল পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,ম্যাক্স হাসপাতাল,রাইফা,মৃত্যু,তদন্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close