রংপুর ব্যুরো

  ১৩ ডিসেম্বর, ২০১৮

বিএনপি নেতাদের নামে রংপুরে সর্বোচ্চ ১৫ মামলা

বিবাদ ভুলে সকলকে একযোগে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন। বৃহস্পতিবার দুপুরে রংপুর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, ‘এখানকার নেতা-কর্মীদের নামে সর্বনিম্ন ৭টি ও সর্বোচ্চ ১৫টি পর্যন্ত মামলা রয়েছে। এজন্য তারা ক্ষোভে ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমানের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই সঙ্গে কুশপুত্তলিকাদাহের মত অপ্রীতিকর ঘটনা ঘটে। যেহেতু বিএনপির প্রতীক ধানের শীষ। তাই ধানের শীষের প্রতি শ্রদ্ধা রেখে সকলকে একযোগে কাজ করতে হবে।’

সংবাদ সম্মেলনে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,বিএনপি,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close