চকরিয়া প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৮

‘দেশকে মাদকমুক্ত করতে পুলিশ কাজ করছে’

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ছাড়াও বৈধ অস্ত্রের বেআইনি ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কক্সবাজারসহ পুরো দেশ মাদকমুক্ত করার লক্ষে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

রোববার বেলা ১২টায় কক্সবাজারের চকরিয়া থানা, উখিয়া সার্কেল ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১০ টায় আইজিপি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আইজিপিকে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন প্রমুখ।

আইজিপি জাবেদ পাটোয়ারী চকরিয়া থানায় পৌঁছালে থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল চৌকশ পুলিশ তাকে অভিবাদন জানান। পরে আইজিপি এক সঙ্গে থানা, সার্কেল ও তদন্ত কেন্দ্রের তিনটি নবনির্মিত ভবন উদ্বোধন করে ফিতা কেটে চকরিয়া থানার নতুন ভবন পরিদর্শন করেন।

চকরিয়া থানা সূত্র জানায়, দশ তলা ফাউন্ডেশনের চকরিয়া থানার আধুনিক ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪-১৫ অর্থ বছরে। বর্তমানে চারতলা পর্যন্ত কাজ শেষ করা হয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশ,মাদকমুক্ত,পুলিশ,কাজ,আইজি,কক্সবাজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close