রংপুর ব্যুরো

  ১৫ নভেম্বর, ২০১৮

পোল্ট্রি সেক্টরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সভা

‘ফুড সেফটি গভর্ন্যান্স ইন পোল্ট্রি সেক্টর’ প্রকল্পের আওতায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জরুরী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রংপুর ক্যাব প্রকল্প কার্যালয়ের সভাকক্ষে এক মাসিক সভার আয়োজন করা হয়।

সভায় ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যাব’র প্রকল্প সমন্বয়ক মোস্তফা কামাল।

তিনি বলেন, রংপুরে কনজুমারস কমিটি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করছে। এ কাজগুলোকে আরও বৃদ্ধি করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।

সভাপতি আব্দুর রহমান বলেন, ক্যাব রংপুরে পোল্ট্রি সেক্টর ছাড়াও আরো অনেক সামাজিক কাজ করছে- যা সব সময় খবরে আসেনা। যেমন বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ এবং নিয়মিত বাজার মনিটরিং করা। তিনি সকলকে আরও উৎসাহের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন, ক্যাবের ফিল্ড কো-অর্ডিনেটর ইকবাল হোসেন, ফিল্ড অফিসার নাজনিন আক্তার, অফিস সহকারী বাসেদ সহ ক্যাবের সকল নেতৃবৃন্দ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পোল্ট্রি সেক্টর,ক্যাব,রংপুর,সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close