রংপুর ব্যুরো

  ২৪ অক্টোবর, ২০১৮

রংপুরে হরিজন অধিকার আদায় সংগঠনের মানববন্ধন

রংপুরে বিভিন্ন অফিসে পরিচ্ছন্নকর্মী নিয়োগে হরিজন সম্প্রদায়ের কোটায় চাকরি না হওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হরিজন অধিকার আদায় সংগঠন। বুধবার সকালে সংগঠনটির রংপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, আরএমপি অফিসে ৫ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেয়। এদের মধ্যে কেউই হরিজন সম্প্রদায়ের নয়, অন্য সম্প্রদায়ের। এ ক্ষেত্রে নিয়োগে হরিজনদের কোটা পূরণ করা হয়নি। বক্তারা অবিলম্বে ওই নিয়োগ বাতিল করে পুনঃনিয়োগ দেওয়ার দাবি জানান।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,হরিজন অধিকার,সংগঠন,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close