রাজশাহী ব্যুরো

  ১৩ অক্টোবর, ২০১৮

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

ট্রেনে কাটা পড়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মামুন আলী (২৫)। তিনি পলিটেকনিকের মেকানিক্যাল বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন। রংপুরের পীরগাছা উপজেলার ছত্রাহাটে তার বাড়ি। বাবার নাম হাফিজুর রহমান।

শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী নগরীর বর্ণালী মোড় এলাকায় ট্রেনে কাটা পড়েন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, অন্যমনস্ক হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন মামুন। ট্রেনের নিচে পড়ে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তিনি গুরুতর আঘাত পেয়েছিলেন। তার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,ট্রেনে,কাটা,নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close