চট্টগ্রাম ব্যুরো

  ০৭ অক্টোবর, ২০১৮

পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

চট্টগ্রামে উল্টোপথে আসা মোটরসাইকেল আটকানোর পর পুলিশের ওপর হামলার ঘটনায় মো. আদর (২৭) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোরে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের মধ্যে আদরকে ভোররাতে সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলার এজাহারভুক্ত ছয় আসামির সবাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আগে দুইজনকে গ্রেফতার করা হয়েছিলো। আর তিনজন আদালতে আত্মসমর্পণ করে।

এর আগে গত ১২ আগস্ট দুপুরে নগরীর আইস ফ্যাক্টরি রোড থেকে উল্টো পথ ধরে মোটরসাইকেল চালিয়ে আসায় ওই যুবকদের থামিয়েছিল ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করে মোটরসাইকেল আরোহীরা। ঘটনার ছবি গণমাধ্যমে প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে ট্রাফিক সার্জেন্ট মাজহারুল আলম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করেন। আসামিদের সবাই সরকারি সিটি কলেজ ও ইসলামীয়া কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,পুলিশ,হামলা,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close