কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

কেরাণীগঞ্জে মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মত বিনিময়

কেরাণীগঞ্জে মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ বুধবার বিকেল ৫ টার দিকে চুনকুটিয়া চৌরাস্তা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এ মতবিনিময় সভায় অংশ নেয়।

শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাসের উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান, পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান ও সাথী আলী প্রমুখ।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি শাহ্ জামান বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ।’ সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে জনগনকে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও জনতা একসাথে কমিউনিটি পুলিশিং গড়ে তুলতে হবে। সমাজটা আমাদের, সমাজকে সুন্দর করতে আমাদেরই কাজ করতে হবে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কেরাণীগঞ্জ,মত বিনিময়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close