সাতক্ষীরা প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

ভারতে রাস্তা অবরোধে অচল ভোমরা বন্দর

ফাইল ছবি

ভারতের বসিরহাট লরি মালিক সমিতি ভারতের সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে বসিরহাট এলাকায় সড়ক অবরোধ করায় বৃহস্পতিবার দিনব্যাপী বন্ধ হয়ে যায় সাতক্ষীরার ভোমরার সকল আমদানি রপ্তানি কার্যক্রম।

অবরোধ তুলে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারো শুরু হলেও শত শত পন্যবাহী ট্রাক আটকা পড়ে আছে ভোমরা বন্দরে। কার্যত অচল হয়ে পড়েছে বন্দরটি।

পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।

তিনি বলেন, সে দেশের সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে বসিরহাট ব্রিজের কাছে সড়ক অবরোধ করায় দুই দেশের সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। সে দেশের সিএন্ডএফ অ্যাসোসিয়েশন, লরি মালিক সমিতি ও প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা জরুরী মিটিংয়ের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ প্রত্যাহার হয়। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। শত শত পন্যবাহী ট্রাক আটকা পড়ে আছে বন্দরে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,রাস্তা অবরোধ,অচল,ভোমরা বন্দর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close