রাজশাহী ব্যুরো

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

পুলিশের ব্লক রেইড, জামায়াত-শিবিরসহ গ্রেপ্তার ১৫

রাজশাহীতে সাঁড়াশি অভিযান (ব্লক রেইড) চালিয়ে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বুধপাড়া এলাকায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী এ সাঁড়াশি অভিযান চালায় রাজশাহী মহানগর পুলিশ।

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম প্রতিদিনের সংবাদকে জানান, সকাল থেকে বুধপাড়া এলাকা ঘিরে রেখে বাড়ি বাড়ি তল্লাশী করা করা হয়। দুপুর পর্যন্ত চলা এ অভিযানে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে চারজন গ্রেপ্তারী পরোয়ানার আসামী ও একজনকে মাদক আইনে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এ অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশের মতিহার জোনের উপ-কমিশনার সাজিদ হোসেন। অভিযানে মতিহার থানা ছাড়াও মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইনের বিপুলসংখ্যক পুলিশ অংশ নেন।

এর আগে সোমবার রাজশাহী নগরীতে সাঁড়াশি অভিযান শুরু করে মহানগর পুলিশ। প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি এবং পরের দিন ডাঁশমারি এলাকায় অভিযান চালানো হয়।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্লক রেইড,জামায়াত-শিবির,গ্রেপ্তার ১৫,রাজশাহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close